Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে ধানের সাথে শত্রুতা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার আদমদীঘির কেশরতা গ্রামের কৃষক বেলাল হোসেনের এক বিঘা জমিতে আগাছা নাশক ছিটিয়ে জিরাশাইল ধানে বিনষ্ট করেছে কেবাকারা। বিশ প্রয়োগে পুড়ে যাওয়ায় ধান নিয়ে হতাশ হয়ে পড়েছে গরীব কৃষক বেলাল। এব্যাপারে বেলাল হোসেন আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কৃষক বেলাল হোসেন জানান, সে উপজেলার কেশরতা গ্রামের পূর্ব মাঠে একমাত্র সম্বল এক বিঘা জমিতে জিরাশাইল ধান রোপন করে। আগামী দুই সপ্তাহের মধ্যে ওই জমির নতুন ধান ঘরে উঠ আসতো বলে আশায় বুক বেঁধেছিল বেলালের পরিবার। কিন্তু সেই স্বপ্ন আর পুরুন হলো না। গত ৫/৬ দিন প‚র্বে‚ ওই জমির ধান গাছে কেবাকারা বিষাক্ত ঔষধ প্রয়োগ করলে ধীরে ধীরে ধান গাছের পাতা লাল হয়ে মরে গেছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুজ্জামান জমি পরিদর্শন করে জানান, আগাছা নাশক ছিটিয়ে দেয়ার কারণে গাছসহ সব ধান বিনষ্ট হয়ে গেছে। বর্তমান অবস্থা দেখে এই জমিতে বেশি বেশি পানি স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এসআই মিনার আলী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত প‚র্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শত্রুতা

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৩ নভেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ