নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
‘ক্রীড়ায় শান্তির সমাবেশ, উন্নয়নে বাংলাদেশ’- স্লোগানে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস। আন্তর্জাতিক ক্রীড়া দিবসের দিনেই জাতীয় এই দিবসটি আয়োজনে নানা কর্মসূচী গ্রহণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল সকালে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করা হয়। জিপিও, শিক্ষাভবন, জাতীয় ক্রীড়া পরিষদ হয়ে র্যালিটি ক্রীড়া পরিষদে এসে শেষ হয়। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি র্যালির উদ্বাধন করেন। বিভিন্ন শ্লোগান, ব্যানার ও ফেস্টুনসহ ক্রীড়াবিদ, ক্রীড়াসংগঠক ও ক্রীড়ামোদীরা র্যালিতে অংশ নেন। র্যালি শেষে আন্তর্জাতিক ক্রীড়াদিবস উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে ‘শান্তি ও উন্নয়নে ক্রীড়া’ বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদ ও ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।