Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অভিযোগ

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সময় অভিযোগকারীদের নাটক দেখা গেছে। বানারীপাড়া উপজেলার দিদিহার শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাত আরা এর বিরুদ্ধে ২০১৩ সালে বিদ্যালয়ের গাছ বিক্রি, বিদ্যালয়ে সময়মত উপস্থিত না হওয়া এবং শিক্ষক-অভিভাবকদের সাথে অশালীন আচরণের লিখিত অভিযোগ উপজেলা চেয়ারম্যানের কাছে দেয়া হয়। ওই অভিযোগ তদন্তের জন্য গতকাল বেলা ১১টায় তদন্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: চুন্নু ফকির এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: জাহিদ হোসেন বিদ্যালয়ে যান। তদন্তের সময় ঘটনা স্থলে সরেজমিনে দেখা যায়, অভিযোগকারীদের নেতা সৈয়দকাঠী সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু তার ক্যাডারদের নিয়ে তদন্তের সময় উপস্থিত অভিভাবকদের বিভিন্ন হুমকি ধামকি দেয়। অভিযোগকারী ৯ জনের মধ্যে ৩ জনের স্বাক্ষর ভুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু ছাড়া অন্যরা জানান, বিদ্যালয়ের গাছ বিক্রি করতে হবে এ বলে তাদের কাছ থেকে ক্যাডারদের মাধ্যমে স্বাক্ষর নিয়েছে। তদন্ত কর্মকর্তা, উপস্থিত সাংবাদিক এবং স্থানীয়দের কাছে বিষয়টি হাস্যকর এবং নাটক করানো হয়েছে মনে হয়েছে। সরেজমিনে দেখা যায় বিদ্যালয়ের পাশের খালে বর্তমানে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছে। সেখানে বিদ্যালয়ের কয়েকটি গাছ কাটার প্রয়োজন হয়। ওই গাছ ক্রয়ের জন্য মন্টুর লোকজন প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াছিন ফকিরের কাছে অনুরোধ করে। এ ছাড়া অভিযোগকারীদের নেতা মন্টুর স্ত্রী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানারা প্রধান শিক্ষকের নির্দেশ মানেন না, খামখেয়ালী এবং অন্যায় আবদার প্রধান শিক্ষক প্রশ্রয় না দেয়ায় ইতিপূর্বে মনোমালিন্য হয়। তারই ধারাবহিকতায় ক্ষিপ্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু এ নাটক সাজায়। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির জানন, অভিযোগকারী দুইজন বলেছেন আমাদের অন্যকথা বলে স্বাক্ষর নিয়েছে ও তদন্তে কোন রকম প্রভাবিত না হয়ে উর্ধ্বতন কর্মকর্তাকে প্রতিবেদন দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষকের বিরুদ্ধে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ