Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জ উপজেলার মধ্য শান্তিরাম নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও দায়িত্ব পালনে অবহেলা করে আসছিলেন। এ জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সভা না করা, মাসিক বিলশীটে জাল স্বাক্ষর করা, সিøপের টাকার কাজ না করে আত্মসাৎসহ বিদ্যালয়ের পুরাতন টিন, কাঠ, চেয়ার ও বেঞ্চের লোহার ফ্রেম অবৈধভাবে বিক্রি করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দাখিল করেন। এছাড়া তিনি নিজেই বেলকা বাজারে চেম্বার খুলে হোমিও চিকিৎসা দেয়ার জন্য বিদ্যালয় ফাঁকি দিয়ে আসছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আমিরুল ইসলাম বিষয়টি আমলে নিয়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) ১৯৮৫ বিধিমালার ৩(বি) উপধারা মোতাবেক অসদাচরণের দায়ে অভিযুক্ত করে গত ১৬ আগস্ট বিভাগীয় মামলা দায়ের করেন। এছাড়া উক্ত বিধিমালার আলোকে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না অথবা অন্য কোন উপযুক্ত শাস্তি প্রদান করা হবে না তার জবাব ১০ কার্যদিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ দেয়া হয়। অপরদিকে উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম দায়িত্ব পালনে অনুপযুক্ত হওয়ায় শিক্ষক আব্দুল আজিজকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সহকারী শিক্ষক কৃষ্ণা রানীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ