Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে রাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউজ্জামান আকন্দের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। মোটা অংকের বিনিময়ে ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। জানা গেছে, ছুটির দিনে প্রাইভেট পড়ানো শেষে বিদ্যালয়ের দোতলায় ঝাড়ু দেয়ার জন্য ৫ম শ্রেণির ওই ছাত্রীকে পাঠানোর পর শিক্ষক বদিউজ্জামান ছাত্রীর স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। ছাত্রীটি বাড়িতে গিয়ে অভিভাবকে জানায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে লোকজন লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয় ঘেড়াও করে। এক পর্যায়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করে প্রভাবশালীরা। প্রধান শিক্ষিকা সায়েলা বেগম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের রিপোর্ট প্রকাশ না করতে অনুরোধ জানান। অভিযুক্ত শিক্ষক বদিউজ্জামানের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলম বলেন, বিষয়টি মৌখিকভাবে আমাকে জানানো হয়েছে। ছাত্রীর পিতা মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে (০১৭২১-৪১৯৪৯৩) নম্বরে বার বার যোগাযোগের চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ