Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিদ্যালয়ে না যাওয়ার নির্দেশ কর্তৃপক্ষের

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা

বাগেরহাটের মোরেলগঞ্জে সহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনকে বিদ্যালয়ে না যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। উপজেলা শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বিভাগীয় ব্যবস্থা গৃহীত না হওয়া পর্যন্ত ওই প্রধান শিক্ষক আর বিদ্যালয়মুখী হবেন না এ কারণে মঙ্গলবার থেকে তাকে বাধ্যতামূলক ছুটিতে রাখা হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ১১৪নং এসপি বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তার সহকর্মী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় এক পর্যায়ে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এ ঘটনা জানাজানি হয়ে গেলে গত সোমবার স্থানীয় জনগণ ও অভিভাবকরা প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে একটি কক্ষে আটক করে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, স্থানীয়রা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে জানিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছেন বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিদ্যালয়ে না যাওয়ার নির্দেশ কর্তৃপক্ষের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ