পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এলাকা থেকে কমপক্ষে পাঁচজন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকে উদ্ধার করেছে জেলেরা। গত বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। এ বছর ইন্দোনেশিয়ার মাটিতে রোহিঙ্গা পদার্পণের এটাই প্রথম ঘটনা বলে উল্লেখ করেছেন ইন্দোনেশীয় কর্মকর্তারা। অসমর্থিত মিডিয়া সংবাদকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আরও পাঁচ রোহিঙ্গার সাগরেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে নৌকাটি কোন দেশ থেকে রওনা করেছে তা জানা যায়নি। দিনের আলো ফোটার আগেই পূর্ব আচেহ এলাকার জেলেরা সুমাত্রার উত্তরাঞ্চলীয় ভাগ থেকে পাঁচজন রোহিঙ্গাকে উদ্ধার করেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।