Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় ‘বিদ্যুৎ ত্রাণ’ প্রকল্প ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১:০৮ পিএম
ইন্দোনেশিয়ার গণমাধ্যম ‘দ্য জার্কাতা পোস্ট’ এক সংবাদে জানিয়েছে, দেশটির সরকার ১০০ কোটি ডলারের তিনটি ‘বিদ্যুৎ ত্রাণ’ প্রকল্প ঘোষণা করেছে।
সম্প্রতি দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক রিদা মুলিয়ানা জানিয়েছেন, কোভিড-১৯ মহামারিতে দেশটিতে বরাদ্দকৃত ৫৪ দশমিক ৭৯ ট্রিলিয়ন রুপিয়ার মধ্যে বার্ষিক বিদ্যুতের উপর ভর্তুকির জন্য আলাদা বরাদ্দ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে রিদা বলেন, ‘আমরা আশা করি, এই ভর্তুকিতে ব্যবসায়িক কার্যক্রম আবার চাঙা হয়ে উঠবে এবং আমাদের সীমিত রাষ্ট্রীয় তহবিল অন্যান্য প্রয়োজনীয় খাতে গুরুত্ব পাবে।’
ইন্দোনেশিয়ায় ৩ কোটি ৩০ লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান, জনসেবা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে ডিসেম্বর পর্যন্ত বিদ্যুৎ বিলের উপর ভর্তুকি দেওয়া হবে। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ