Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় সুচিত্রা সেনের জন্মবার্ষিকী পালিত

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বাংলা চলচ্চিত্রের মহা নায়িকা সুচিত্রা সেনের ৮৭তম জন্ম বার্ষিকী পাবনায় পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসন ও সাংষ্কৃতিক কর্মী এবং সুচিত্রা সেনের ভক্তদেও সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও সাংষ্কৃতিক মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় সুচিত্রা সেনের জীবনাচরণ এবং অভিনয়ের চকপ্রদ কলা কৌশল নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী এবং কেক কাটার মধ্য দিয়ে পাবনায় পালন করা হয় সুচিত্রা সেনের জন্মবার্ষিক। শুক্রবার র‌্যালী শেষে শেষে সকাল ১০টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল জব্বার এর সভাপতিত্বে আলোচনায় প্রধার অতিথির বক্তব্য রাখেনম পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, প্রেস ক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষন পরিষদের সম্পাদক ডাঃ রাম দুলাল ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) এবি এস ইফতেখারুল ইসলাম খন্দকার ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম ,উপ-পরিচালক স্থানীয় সরকার সালমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবেদীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ