Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ৩:২১ পিএম

শেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঁরা হলেন নকলা উপজেলার পোলাদেশী কবুতরমারী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. জানু মিয়া (১৭) ও আব্দুস সালামের ছেলে মো. রাজীব (১৮)। নিহতরা তারাকান্দি এলাকার একটি বেকারির কর্মচারী ছিলেন। আজ শুক্রবার সকালে শেরপুর-সূর্যদী-নকলা সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ৬ এপ্রিল বেলা ১১টার দিকে জানু ও রাজীব মোটরসাইকেল যোগে নকলা উপজেলার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক জানু ঘটনাস্থলেই নিহত ও আরোহী রাজীব গুরুতর আহত হন। এলাকাবাসী রাজীবকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ