Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় ফের কালবৈশাখী ঝড়: শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আবহাওয়ার বৈরী আচরণ । মাত্র ৫ দিনের ব্যবধানে চৈত্রের শেষার্ধ পাবনা জেলা ও এর আশপাশের এলাকার উপর দিয়ে গতকাল বিকাল ৫টা প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায় । সেই সাথে মুষল ধারে শীলাবৃষ্টি ও থেমে থেমে বজ্রপাত হয় । জেলার চাটমোহর, আটঘরিয়া, মুলাডুলি, ফরিদপুর এবং সুজানগর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্বল কাঁচা-ঘর বাড়ি পড়ে গেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, প্রায় শতাধিক কাচা- বাড়ি বিনষ্ট হয়েছে। জেলা ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা দপ্তর তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির চিত্র জানাতে পারেনি। এই দপ্তরের উপজেলা পর্যায়ের পিআইওদেও কাছ থেকে শুক্রবারের আগে কোন তথ্য আসার সম্ভাবনা নেই। এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, ৫দিন আগে সুজানগরে ঝড়ে বিধ্বস্ত বাড়ি-ঘরেরলোকজনের দুর্ভোগ আর এক দফা বেড়েছে। এই উপজেলায় অনেক স্থানে পরিবার-পরিজন নিয়ে অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন। তাদের কষ্ট আরো বেড়েছে। ঝড় ও শীলায় আমের কুড়ি ঝরে গেছে। চৈতালী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এ পর্যন্ত প্রাণহানীর কোন খবর নিশ্চিত হওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালবৈশাখী ঝড়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ