Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর

লক্ষীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নিখোঁজের ৫দিন পর লক্ষীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকা থেকে মো. শরীফ হোসেন নামে ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে চার দিনের ব্যবধানে একই গ্রাম থেকে দুই নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে লক্ষীপুর সহকারী পুলিশ সুপার শাহ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শরীফ চরফলকন গ্রামের ওমর ফারুক পলোয়ানের ছেলে। সে মাওলানা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিলো। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় আইয়ুব নগর এলাকায় মাছের খামারে পাহারা দেওয়ার জন্য শরীফ ওই খামারে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরদিন রোববার (১ এপ্রিল) কমলনগর থানায় একটি সাধারন ডায়েরী করে পরিবার। নিখোঁজের ৫দিন পর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সয়াবিন ক্ষেতে শরীফ হোসেনের অর্ধগলিত মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে মৃত উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে স্কুলছাত্র শরীফের মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ