Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ কোটি গ্রাহকের তথ্য চুরির স্বীকারোক্তি নীতি পরিবর্তনের ঘোষণা ফেসবুকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ক’দিন আগেই ৫ কোটি গ্রাহকের তথ্য চুরির কথা বললেও এবার কেমব্রিজ অ্যানালাইটিকার মাধ্যম ৮ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য বেহাত হওয়ার স্বীকারেক্তি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে তথ্যটি ফাঁসকারী ক্রিস্টোফার উইলি জানিয়েছিলেন, ৫ কোটি গ্রাহকের তথ্য বেহাত হয়েছে। এবার নতুন করে ৩ কোটিরও বেশি সংখ্যক মানুষের তথ্যচুরির স্বীকারোক্তি দিলো তারা। ব্যক্তিগত তথ্যের সুরক্ষার প্রশ্নে বিশ্বব্যাপী প্রশ্নের মুখে থাকা এই সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্যচুরি ফাঁসের এই পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের ঘোষণাও দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে এসব কথা জানা গেছে। সমপ্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ফাঁস হয়, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে যুক্ত যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের ৫ কোটি গ্রাহকের তথ্য সংগ্রহ করে ব্যবহার করেছে। খবরটি আটলান্টিক মহাসাগরের দুইপাড়েই আলোড়ন তোলে। এবার ফেসবুক কর্তৃপক্ষ নিজেই অতিরিক্ত ৩ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চুরির নতুন তথ্য দিলো। তথ্য চুরির ঘটনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশই ফেসবুকের প্রধান নির্বাহীর কাছে কৈফিয়ত তলব করে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ