Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছর পর বরিশাল জেনারেল হাসপাতালে এক্স-রে বিভাগ চালু হলো

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

দীর্ঘ একবছর বন্ধ থাকার পর বরিশাল জেনারেল হাসপাতালে এক্স-রে বিভাগ চালু হয়েছে। সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে বরিশাল বিভাগীয় সদরের জেনারেল হাসপাতালের একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি চালু করেছেন। সিভিল সার্জন জানান, বরিশালে প্রথম ডিজিটাল এক্স-রে মেশিন চালু হলো জেনারেল হাসপাতালেই। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, এ হাসপাতালের পুরনো প্রযুক্তির দুটি মেশিন একবছর আগে বিকল হলে পুরো এক্স-রে বিভাগই বন্ধ হয়ে যায়। বর্তমানে এখানে নতুন ২টি এনালগ ও ১টি ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে। ডা. দেলোয়ার হোসেন জানান, এখন থেকে হাসপাতালের রোগীরা এক্স-রে বিভাগে ১২০ টাকা দিয়ে যেকোন ধরনের এক্স-রে করাতে পারবেন। মুক্তিযোদ্ধারা সম্পূর্ণ বিনামূল্যে এক্স-রে সেবা পাবেন বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতাল

৪ ফেব্রুয়ারি, ২০২৩
২১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ