Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনপ্রিয় ১৫ গান নিয়ে জিপি মিউজিক ও ডিজে রাহাতের নতুন সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সঙ্গীতপ্রেমীদের জন্য জিপি মিউজিক ও ডিজে রাহাত নিয়ে এসেছে তাদের নতুন সিরিজ গ্যারেজ ১.০। গ্যারেজ ১.০ প্রকল্পে ডিজে রাহাতের সঙ্গীতায়োজনে জনপ্রিয় ১৫টি গানকে শ্রোতাদের জন্য নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে। গানগুলো হলো কলঙ্কিণী রাধা, বন্ধু তোর লাইগা রে, বাড়ির পাশে আরশিনগর, তোরে পুতুলের মতো করে, কৃষ্ণপক্ষ, সুখে থেকো ও আমার নন্দিনী, রেললাইন, দেহঘড়ি, ভালোবাসি, কেউ কোনদিন, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, আমায় ডেকো না, ওগো তুমি যে আমার কতো প্রিয় এবং বড় আশা। এ গানগুলোর মধ্যে দুটি গানের কথা সংগৃহীত। বাকি গানগুলোর গীতিকার ও সুরকার হিসেবে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ শাহনূর, লালন শাহ, আব্দুল্লাহ আল মামুন, নকীব খান, মনিরুজ্জামান মনির, আলাউদ্দিন আলী, নজরুল ইসলাম বাবু, মো. শাহনেওয়াজ, আব্দুর রহমান বয়াতী, আমজাদ হোসেন, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কাওসার আহমেদ চৌধুরী, লাকী আখন্দ, আলম খান ও মুকুল চৌধুরী। কণ্ঠে রয়েছেন কুমার বিশ্বজিৎ, দিলরুবা খান, আলিফ আলাউদ্দিন, ডি রকস্টার শুভ, পারভেজ, কর্নিয়া, শামীম, সালমা, ঐশী, ডোরা, রিয়াদ, রাজু, আঁচল, অবন্তী সিঁথি ও পিযূষ বড়–য়া। এরইমধ্যে সবগুলো গানের ভিডিও নির্মাণ শেষ করেছেন তানভীর খান। ১৫টি গানের মধ্যে এপ্রিলে প্রকাশ করা হবে ৫টি গান। পর্যায়ক্রমে পরবর্তী ৫টি গান প্রকাশ করা হবে আগামী জুনে এবং শেষের ৫টি গান প্রকাশ করা হবে আগামী আগস্টে। নতুন এ প্রকল্প নিয়ে ডিজে রাহাত বলেন, এই গানগুলোর সামপ্রতিক সময়ে করা ভার্সন নেই। অত্যন্ত জনপ্রিয় এ গানগুলো সবাই নতুনভাবে শুনতে চান। সে ভাবনা থেকেই নতুনভাবে সঙ্গীতায়োজন করা। এক্ষত্রে, প্রতিটি গানে একদম হালকা সঙ্গীত রাখা হয়েছে। কণ্ঠের ওপর বিশেষভাবে জোর দিতেই আমরা এ প্রয়াস নিয়েছি। যাতে শ্রোতারা সত্যিকারের গানটির স্বাদ পায়। গানগুলো থেকে অর্জিত আয় গানগুলোর মূল সৃষ্টিকারীদের (গীতিকার-সুরকার-শিল্পী) দেয়া হবে। আমাদের বিশ্বাস এর ফলে নতুন প্রজন্মের শ্রোতারাও গানগুলো সমপর্কে জানতে পারবেন। গানগুলো অডিও আকারে শোনা যাবে জিপি মিউজিক অ্যাপে এবং ভিডিও দেখা যাবে জিপি মিউজিকের ফেসবুক পেইজে। পর্যায়ক্রমে, গানের ভিডিওগুলো ডিজে রাহাত ও জিপি মিউজিকের ইউটিউব চ্যানেলেও আপলোড করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিউজিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ