Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

লরিতে প্রাইভেট কারের ধাক্কা, নবদম্পতি নিহত

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১০:৫৯ এএম

ময়মনসিংহে লরিতে প্রাইভেট কারের ধাক্কায় নবদম্পতি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিবাড়ি এলাকার রণজিৎ কুমার সিংহের ছেলে অভিজিত সিংহ (৩০) ও তার স্ত্রী মনি সিংহ (২২)। অভিজিত ময়মনসিংহ পৌরসভার কর্মচারী ছিলেন। গত দুই মাস আগে অভিজিত ও মনি সিংহের বিয়ে হয়।

এছাড়া দুর্ঘটনায় ময়মনসিংহ ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল হক আরিফ এবং অপর যাত্রী মফিজ উদ্দিনকে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার ওসি মাহমুদুল ইসলাম, স্থানীয় বাইপাস মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি তেলের লড়িকে পেছন দিক থেকে ওই প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এতে চালকসহ প্রাইভেট কারের পাঁচ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী ও স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ