Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধানমন্ডি এক্সেল একাডেমি পুরস্কার বিতরণী

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ‘টগি ওয়ার্ল্ড লেখার লড়াই’-এর প্রযোগিতার স্কুল ভিত্তিক বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে ধানমন্ডি এক্সেল একাডেমি স্কুলে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টগি ওয়ার্ল্ড ও বসুন্ধরা সিটি শপিং মলের হেড অফ মার্কেটিং এম.এম. জসিম উদ্দিন। প্রাথমিকভাবে ৫ টি স্কুলে ২ টি গ্রূপের প্রতিটি থেকে ১০ টি করে মোট ১০০ টি খাতা বিচারক মন্ডলীর কাছ থেকে প্রখ্যাত কথা সাহিত্যিক সাংবাদিক, নাট্যকার ও কলাম লেখক, বর্তমানে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের নিকট হস্তান্তর করা হয়। তিনি খুবই সুক্ষভাবে খাতা দেখে বিজয়ী নির্বাচন করেন। ৫ টি স্কুল থেকেই সেরা ৩ জনকে বাছাই করা হচ্ছে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। আগামী জুনের মধ্যেই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
স্কুল ভিত্তিক ২ টি গ্রূপের প্রতিটি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের (সর্বমোট ৬ জনকে) পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদানসহ টগি ওয়ার্ল্ডে যে কোনো দিন আনলিমিটেড এন্ট্রি এবং রাইড সম্পূর্ণ ফ্রি দেয়া হয়েছে। চতুর্থ থেকে বিশতম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে ৫০% ছাড়ের ব্যবস্থা।Ñবিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধানমন্ডি

২০ সেপ্টেম্বর, ২০১৭

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ