Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিধাবিভক্তির মাধ্যমে চলচ্চিত্র দিবস উদযাপন

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: প্রতি বছর এফডিসির তত্ত¡াবধানে ৩ এপ্রিল সম্মিলিতভাবে চলচ্চিত্র দিবস পালন করলেও এবার দ্বিধাবিভক্তির মাধ্যমে তা পালিত হলো। এফডিসি কর্তৃপক্ষ ও চলচ্চিত্র পরিবার গতকাল আলাদা আলাদাভাবে এফডিসিতে চলচ্চিত্র দিবস পালন করে। এফডিসি কর্তৃপক্ষের সাথে চলচ্চিত্র পরিবারের বিরোধের বিষয়টি আগে থেকেই শোনা যাচ্ছিল। তার সূত্রপাত ধরেই গতকাল উভয় পক্ষ আলাদাভাবে দিবসটি পালন করে। বিষয়টি চলচ্চিত্র সংশ্লিষ্টরা ভালভাবে নেয়নি। তারা মনে করছেন, চলচ্চিত্রের দুর্দিনে এ ধরনের বিভাজন চলচ্চিত্রকে আরও ক্ষতিগ্রস্ত করবে। এদিকে গতকাল চলচ্চিত্র দিবসের উদ্বোধনের শুরুতে সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেয় তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিএফডিসি। পরে তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, এফডিসির এমডি মো. আমির হোসেন স্বাগত বক্তব্য দেন। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক আবদুল আজিজ, নায়িকা নুসরাত ফারিয়া, পূজা চেরি, রোশান, অমিত হাসান প্রমুখ। তারা একটি র‌্যালি নিয়ে এফডিসির ভেতর থেকে সামনের রাস্তা প্রদক্ষিণ করেন। অন্যদিকে চলচ্চিত্র পরিবারের হয়ে সৈয়দ হাসান ইমাম বেলুন ও পায়রা উড়িয়ে তাদের অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন ফারুক, ইলিয়াস কাঞ্চন, সাইমন সাদিক, জায়েদ খান, পপি প্রমুখ। তারাও একটি র‌্যালি বের করেন। দিন ব্যাপী চলচ্চিত্র দিবসে এফডিসিতে ছিল মেলা, টক শো, রেড কার্পেট সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার এবং চিত্রতারকাদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন রোজিনা, অঞ্জনা, সাইমন, মাহি, জায়েদ খান, পপি, রোমানা নীড়, জয় চৌধুরী, সাঞ্জু জন, বিপাশা কবির, শিরিন শিলা, শিপন প্রমুখ। উল্লেখ্য, স¤প্রতি নানা বিষয়ে এফডিসি কর্তৃপক্ষ ও চলচ্চিত্র কলা-কুশলীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের বিরোধ হয়। তারই প্রতিফলন ঘটল গতকালের চলচ্চিত্র দিবসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ