Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ নায়ক আলমগীরের জন্মদিন

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আজ চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন। ছোটবেলায় তার বাবা মা তার জন্মদিন বড় আয়োজনের মধ্যদিয়ে উদ্যাপন করলেও সময়ের ধারাবাহিকতায় এখন আর তার জন্মদিন সেভাবে উদ্যাপন করেন না। তবে তার জন্মদিনে তার পরিবার ঘরোয়াভাবে বিশেষ আয়োজন করে থাকে। বছরের অন্যান্য দিনের মতোই আলমগীর তার জন্মদিনেও স্বাভাবিকভাবেই কাটানোর চেষ্টা করেন। আলমগীর বলেন, ‘এখনতো আসলে বয়স হয়েছে, তাই জন্মদিন নিয়ে তেমন কোন কিছু করারও আগ্রহ থাকে না। ৫০’র পর বয়স কমতে থাকে। ছোট বেলায় বাবা-মা বড় করে জন্মদিন উদযাপন করতেন। এভাবে বহুবছর কেটে গেছে। ইদানীং আর সেভাবে জন্মদিন পালন করা হয়না। ভালবেসে এইদিনে অনেকেই ফোন করেন, শুভেচ্ছা জানান, দোয়া করেন-এটাই এখন ভালো লাগার বিষয়।’ এদিকে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্র। এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘চলচ্চিত্রের প্রতি, চলচ্চিত্রের মানুষের প্রতি সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধতা থেকেই একটি সিনেমার গল্প নির্মাণ করেছি। চলচ্চিত্রটি হলে গিয়ে দর্শক উপভোগ করে যদি খুশি হন সেটাই হবে আমার কষ্টের সার্থকতা।’ এদিকে আজ চ্যানেল আইতে অনন্যা রুমা’র প্রযোজনায় মৌসুমী বড়–য়ার উপস্থাপনায় দুপুর ১২.২০ মিনিটে তারকা কথন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কথা বলবেন আলমগীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়ক

১৮ অক্টোবর, ২০২২
৩ নভেম্বর, ২০১৬
৩ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ