Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী অনুশাসন না থাকায় বাড়ছে মাদক সন্ত্রাস খুন নারী নির্যাতন -পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিরানব্বই ভাগ মুসলমান অধু্যুষিত বাংলাদেশে ইসলামী অনুশাসন না থাকায় সমাজে মাদক সন্ত্রাস, খুন, নারী নির্যাতনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। পর্দার বিধান তুলে দেয়ার পর থেকে আমাদের দেশে নারী নির্যাতন, ইভটিজিং, পরকিয়া, খুন, হত্যা, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মাদক সমাজে ভয়াবহ রূপ নিয়েছে। সমাজে মাদক সন্ত্রাস অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। মাদকের কারণে শান্তিপূর্ণ একটি পরিবার অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সোচ্চার হতে হবে। গতকাল বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি এছহাক মুহা. আবুল খায়ের, চরমোনাই মাদরাসার প্রধান মুফতি মাওলানা আবদুল মান্নান, মাওলানা মনিরুজ্জামানসহ মাদরাসা ছাত্র শিক্ষকগণ।
৩৩ নং ওয়ার্ড সদস্য সম্মেলন
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানার ৩৩নং ওয়ার্ড সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আব্দুর রহমান। ওয়ার্ড সভাপতি জনাব মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নগর দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ