পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চরফ্যাশন উপজেলার উমরপুর গ্রামের লোকমান হোসেন (৪৫) ৪ এনজিওর ঋণের টাকার চাপে বসত ঘরের কাঠ (আড়ার) সাথে গলায় রশি দিয়ে অত্মহত্যা করছে।গত শনিবার রাতে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থল সহকারি পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক পরিদর্শন করেন। গতকাল রোববার সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, নিহত লোকমান হোসেনের ৩ কন্যা ও ৩ পুত্র সন্তান রয়েছে। একটি মেয়ে ছাড়া সবাই নাবালেক। রিকশাচালক মেয়ের বিবাহ ও সংসার পরিচালনা জন্যে স্ত্রী ও তার নামে বে-সরকারি সংস্থা (এনজিও) ‘আশা’ সমিতি থেকে ৭০ হাজার, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) জনতা বাজার শাখা থেকে ৩৫ হাজার, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) থেকে ৪৯ হাজার, ‘কোস্ট ট্রাস্ট’ থেকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ২ লাখ ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এনজিওগুলোর সাপ্তাহিক কিস্তি হিসাবে শনিবারে ১৩শ‘, রোববারে ৯শ‘ ৫০, সোমবারে ১৮শ‘৫০ ও ১৩শ‘৫০ টাকা দিতে হচ্ছে। এই কিস্তি পরিশোধ করতে স্থানীয় ৯ জনের কাছ থেকে বিভিন্ন সময় সুদের উপর টাকা গ্রহণ করেন। এতে এনজিও স্থানীয় ’সুদিদের’ দায়-দেনার জন্য চাপ বাড়ে। রাত পোহালেই এনজিও সুদিরা তার বাসায় টাকার জন্য হাজির হয়। স্বল্প আয়ের রিকশাচালক ওয়াদা মতো টাকা পরিশোধ না করায় গাল-মন্দ ও ঘরের আসাবাপত্র নেয়ার হুমকি প্রদর্শন করে। এনজিও কর্মীরা মাঝে মধ্যে দল বেধেঁ তার বাড়িতে উপস্থিত হয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা-পয়সা নিয়ে ঝগড়া বাঁেধ। ঘটনার দিন শনিবার পরিবার উন্নয়ন সংস্থার কিস্তির ১৩শ‘টাকা কিস্তি পরিশোধ করেছিল। পরদিন রোববারের গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ৯শ‘৫০টাকার কিস্তির জন্য ছোটা-ছুটি করে। একপর্যায় স্ত্রী টাকার সন্ধানে বিকালে ঘর থেকে স্বামীকে রেখে বের হয়। স্বামী লোকমান দায়-দেনায় চিন্তিত হয়ে সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেঁচে নেয়।
ইউপি সদস্য ছালাউদ্দিন বলেন, আমিও শুনেছি দেনার কারণে অত্মহত্যা করছে। আমলামপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম সিরাজুল ইসলাম বলেন, আমি দাফনের খরচ বহন করেছি। এনজিও ও স্থানীদের ধায়-দেনার কারণে অত্মহত্যা করেছে বলে শুনেছি। কোস্ট ট্রাস্ট জনতা বাজার মাইক্রোকেডিট ইউনিট ম্যানেজার রাসেল বলেন, লোকমান তার স্ত্রী রাবেয়ার নামে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।