Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনজিও ঋণে রিকশাচালক লোকমানের আত্মহত্যা

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চরফ্যাশন উপজেলার উমরপুর গ্রামের লোকমান হোসেন (৪৫) ৪ এনজিওর ঋণের টাকার চাপে বসত ঘরের কাঠ (আড়ার) সাথে গলায় রশি দিয়ে অত্মহত্যা করছে।গত শনিবার রাতে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থল সহকারি পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো: এনামুল হক পরিদর্শন করেন। গতকাল রোববার সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, নিহত লোকমান হোসেনের ৩ কন্যা ও ৩ পুত্র সন্তান রয়েছে। একটি মেয়ে ছাড়া সবাই নাবালেক। রিকশাচালক মেয়ের বিবাহ ও সংসার পরিচালনা জন্যে স্ত্রী ও তার নামে বে-সরকারি সংস্থা (এনজিও) ‘আশা’ সমিতি থেকে ৭০ হাজার, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) জনতা বাজার শাখা থেকে ৩৫ হাজার, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) থেকে ৪৯ হাজার, ‘কোস্ট ট্রাস্ট’ থেকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ২ লাখ ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এনজিওগুলোর সাপ্তাহিক কিস্তি হিসাবে শনিবারে ১৩শ‘, রোববারে ৯শ‘ ৫০, সোমবারে ১৮শ‘৫০ ও ১৩শ‘৫০ টাকা দিতে হচ্ছে। এই কিস্তি পরিশোধ করতে স্থানীয় ৯ জনের কাছ থেকে বিভিন্ন সময় সুদের উপর টাকা গ্রহণ করেন। এতে এনজিও স্থানীয় ’সুদিদের’ দায়-দেনার জন্য চাপ বাড়ে। রাত পোহালেই এনজিও সুদিরা তার বাসায় টাকার জন্য হাজির হয়। স্বল্প আয়ের রিকশাচালক ওয়াদা মতো টাকা পরিশোধ না করায় গাল-মন্দ ও ঘরের আসাবাপত্র নেয়ার হুমকি প্রদর্শন করে। এনজিও কর্মীরা মাঝে মধ্যে দল বেধেঁ তার বাড়িতে উপস্থিত হয়। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঋণের টাকা-পয়সা নিয়ে ঝগড়া বাঁেধ। ঘটনার দিন শনিবার পরিবার উন্নয়ন সংস্থার কিস্তির ১৩শ‘টাকা কিস্তি পরিশোধ করেছিল। পরদিন রোববারের গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ৯শ‘৫০টাকার কিস্তির জন্য ছোটা-ছুটি করে। একপর্যায় স্ত্রী টাকার সন্ধানে বিকালে ঘর থেকে স্বামীকে রেখে বের হয়। স্বামী লোকমান দায়-দেনায় চিন্তিত হয়ে সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেঁচে নেয়।
ইউপি সদস্য ছালাউদ্দিন বলেন, আমিও শুনেছি দেনার কারণে অত্মহত্যা করছে। আমলামপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম সিরাজুল ইসলাম বলেন, আমি দাফনের খরচ বহন করেছি। এনজিও ও স্থানীদের ধায়-দেনার কারণে অত্মহত্যা করেছে বলে শুনেছি। কোস্ট ট্রাস্ট জনতা বাজার মাইক্রোকেডিট ইউনিট ম্যানেজার রাসেল বলেন, লোকমান তার স্ত্রী রাবেয়ার নামে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছে।



 

Show all comments
  • গনতন্ত্র ২ এপ্রিল, ২০১৮, ১:০২ এএম says : 0
    জনগন বলছেন, “ খবরের কাগজ “ যখনই চোখ পড়ে, খবরের কাগজের পাতায় পাতায়, গুম, খুন, ধর্ষন, আত্মহত্যা;সভ্যতা, হে সভ্যতা-----, একি দ্বার করলে উন্মোচন ?? লন্চ ডুবি, চাকায় পিষ্ট হয়ে, হারাচ্ছে কচি কচি প্রান;গুলি বর্ষন হচ্ছে, মিছিলে আর নীরহের বুকে ৷ আজো হচ্ছে শারীরিক নির্যাতন,প্রকাশ্য জন সন্মুখে; বল, বল হে সমাজ---, সহিব কেমন করে ????
    Total Reply(0) Reply
  • Md. Norozzaman ২ এপ্রিল, ২০১৮, ১২:৪০ পিএম says : 0
    We have to think for loan without interest. I request to the economic guardians of our country to go with this concept........
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ