রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান বলেছেন, শিক্ষা এগিয়ে গেলে সব কিছুর উন্নতি হয়। গতকাল রোববার ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামে নুরুন নেওয়াজ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, চট্রগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আবদুল মান্নান, বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) মোঃ আইয়ুব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অতিরিক্ত সচিব ও সদস্য (প্রশাসন) মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর অতিরিক্ত সচিব ও সদস্য পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক, ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, উপ-সচিব খাদিজা নাজনীন, এক্সিম ব্যাংকের পরিচালক মোঃ নুরুল আমিন ফারুক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোমপানী লিমিটেড এর ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মান্নান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহসিন উজ্জ্বল, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম, পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম জিলানী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু বকর শিবলী, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নুর আহাম্মদ মজুমদার, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সমপাদক মোঃ আলমগীর বিএ ও মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সমপাদক জসিম উদ্দিন ও পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাদরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ও দশম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার লাবণী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।