Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে ট্রাক্টরে ঝুঁকিপূর্ণ পণ্য ও যাত্রী পরিবহন

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সৈয়দপুরে সেচ কাজ ও জমি চাষের জন্য কেনা ট্রাক্টর চলছে এখন রাস্তায়। ইদানিং সৈয়দপুরসহ গোটা জেলায় এখন বাহনটি বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে বেশী। এতে যেমন দুর্ঘটনার আশংকা থাকছে, পাশাপাশি মোটা অংকের রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে সরকার। সাধারণত জমি চাষের জন্য ট্রাক্টর এবং সেচ কাজের জন্য ব্যবহৃত শ্যালো মেশিন ব্যবহারের অনুমতি রয়েছে। কিন্তু এসব এখন চলছে রাস্তায়। ট্রাক্টর’র সাথে ট্রলি সংযোগ দিয়ে বহন করা হচ্ছে মাটি, ইট, সিমেন্ট, রড ও বালুসহ বিভিন্ন পণ্য সামগ্রী। অনুমোদনহীনভাবে এসব যানবাহন প্রতিনিয়ত চোখে পড়ছে। যেন দেখার কেউ নেই। অপরদিকে শ্যালো মেশিন দিয়ে এক ধরণের বাহন তৈরি করা হয়েছে। এসবের নাম নছিমন-করিমন। যা যাত্রীবাহী গাড়িতে পরিণত হয়েছে। এইতো সামপ্রতিক সময়ে ট্রাক্টরের ধাক্কায় একের পর এক প্রাণ হারিয়েছেন অনেকে, কয়েকদিন আগে দু’জন ছাত্র অল্পের জন্য বেঁচে গেছে। তাঁরা ট্রাক্টর দুর্ঘটনায় কবলিত হয়েছিল। শহরের পাকা রাস্তাগুলো ট্রাক্টরের বড় চাকায় খানাখন্দে পরিণত হচ্ছে। অন্যদিকে ড্রেনগুলো চেপে বন্ধ হয়ে যাচ্ছে। এতে করে ড্রেনের পানি নিস্কাশন বাঁধাগ্রস্ত হচ্ছে। একটি সুত্রে জানা গেছে, লাইসেন্স বিহীন এসব যান চলাচল বন্ধের জন্য সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে পুলিশের সংশিষ্ট বিভাগে অনুরোধ জানিয়ে পত্র দেয়া হলেও এর কোন কার্যকারীতা লক্ষ্য করা যাচ্ছে না। অথচ ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে চলছে এ অবৈধ যানগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুঁকিপূর্ণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ