Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যপ্রদেশে ভবন ধসে নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১০:৪৮ এএম

ভারতের মধ্যপ্রদেশের শহর ইন্দোরে ভবন ধসে কমপক্ষে দশজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

শনিবার (৩১ মার্চ) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে শহরের একটি জনাকীর্ণ বাসস্ট্যান্ডের কাছে এ ভবন ধসের ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও ফায়ার ব্রিগেডের একটি বড় দল উদ্ধার কাজ চালাচ্ছে।

উদ্ধারকর্মীরা মনে করছেন ধ্বংসস্তূপের নিচে আরও দুই থেকে পাঁচ জন আটকা পড়ে থাকতে পারে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দ্রুত তাদের উদ্ধার করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, ধ্বংসস্তূপ থেকে ইতোমধ্যে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, ধসে পড়া ভবনটি হোটেল বা লজ হিসেবে ব্যবহৃত হতো। চারতলা ভবনটি প্রায় ৫০ বছরের পুরনো এবং অনেক দিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভবন ধস

৮ ফেব্রুয়ারি, ২০১৯
১১ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ