Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে আবাসিক ভবন ধসে ২২ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের পূর্বাঞ্চলে অন্তত চারটি ভবন ধসে ২২ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধাকর্মীরা ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান চালাচ্ছে। গত সোমবার ভোরে জিজিয়াং প্রদেশের ওয়েনজু অঞ্চলে ভবনগুলো ধসে পড়ে। লুচেং জেলার গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন। এ ছাড়া স্থানীয় এক সরকারি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কতজন নিখোঁজ রয়েছে এই বিষয়ে জানানো হয়নি। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কতজন আটকা পড়েছে তা জানার চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ৩০ জনের বেশি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে। শতাধিক পুলিশ এবং সেনা সদস্য উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। গত মে মাসে গুইঝোউ প্রদেশের একটি আবাসিক ভবন ধসে ১৬ জন প্রাণ হারায়। এপ্রিল মাসে ফোশান নগরীর একটি খুচরা মার্কেট ভবন ধসে পড়লে ২ জনের মৃত্যু ও ২৪ জন আহত হয়। চীনে এর আগে যেসব ভবন ধস হয়েছিল তার পিছনে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ ওঠে। বিবিসি বলছে, ভবনগুলো ১৯৭০-এর দশকে গ্রামবাসী নির্মাণ করেছিলেন। কালে এই বাসস্থানগুলোর অবস্থা নাজুক হয়ে পড়ে। মৃত্যুবরণকারীদের অধিকাংশই অন্য অঞ্চল থেকে এখানে কাজ করতে এসেছিলেন। এই ভবনগুলো সস্তা হওয়ায় তারা সেখানে ভাড়া থাকতেন। আল জাজিরা, এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে আবাসিক ভবন ধসে ২২ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ