বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল শনিবার ভোরে রংপুর- বগুড়া মহাসড়কের কোমরপুর নামক স্থানে মালবাহী ট্রাক ও মাছবোঝাই মিনি ট্রাকের সংঘর্ষে মাছ ব্যবসায়ী কায়ছার আলী(৪৫)ঘটনাস্থলেই নিহত এবং অপর ৫ ব্যাক্তি আহত হয়েছে। কায়ছার আলী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কুসিন্দা গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের কোমরপুর নামক স্থানে রংপুরগামী মাছবোঝাই মিনি ট্রাকটি অপরএকটি মালবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এসময় মিনি ট্রাকের যাত্রী মাছ ব্যবসায়ী কায়ছাল আলী ঘটনাস্থলেই নিহত এবং মিনি ট্রাকের ড্রাইভারসহ অপর ৫ ব্যক্তি আহত হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।