পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সিটি ব্যাংক সম্প্রতি নভোএয়ার-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ডেবিট এবং ক্রেডিট কার্ডমেম্বাররা নভোএয়ার ওয়েবসাইট www.flynovoair.com থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে ১০শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট সুবিধা পাবেন। এ জন্য কার্ডমেম্বারদের টিকিট ক্রয়ের সময়ে একটি বিশেষ প্রোমো কোড ব্যবহার করতে হবে। অফারটি চলবে ২৬ মার্চ থেকে ২৬ জুন ২০১৮ পর্যন্ত।
সিটি ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের কার্ডস বিভাগের প্রধান মাজহারুল ইসলাম এবং নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের প্রধান মেজবাউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।