Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়ার আরও ব্যক্তি ও প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার আরও ২৭টি জাহাজ এবং ২১টি জাহাজ কোম্পানি ও উত্তর কোরিয়াকে সহায়তাকারী এক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এর আগেও উত্তর কোরিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ও কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক কড়া সমালোচনা ও হুশিয়ারির পরেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। গত মাসেই মার্কিন রাজস্ব বিভাগ উত্তর কোরিয়ার ২৭ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আনে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়, উত্তর কোরিয়ার বিভিন্ন পণ্য যেমন তেল এবং কয়লার মতো অন্যান্য পণ্য সামুদ্রিকপথে চোরাচালান বন্ধ করতেই বিভিন্ন প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত বা তাদের ওপর নিষেধাজ্ঞা আনা হয়। মার্কিন রাজস্ব বিভাগের তরফ থেকে জানানো হয়, উত্তর কোরিয়ার ১৬টি জাহাজ কোম্পানির মধ্যে পাঁচটি হংকং থেকে নিবন্ধকৃত, দু’টি চীন, দু’টি তাইয়ান, একটি পানামা এবং একটি সিঙ্গাপুর থেকে নিবন্ধকৃত। ২৮টি জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আনা হচ্ছে যেগুলোর মধ্যে অধিকাংশই উত্তর কোরিয়ার। এর মধ্যে দু’টি পানামার পতাকাবাহী জাহাজ, একটি কমোরোস এবং একটি তানজানিয়ার পতাকাবাহী জাহাজ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ