পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর দক্ষিণখানে দিনেদুপুরে ডাকাতির সময় জনতার হাতে আটক হওয়া এক ডাকাত পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তার নাম জহিরুল ইসলাম (৩৫)। পুলিশ জানিয়েছে, নিহত যুবক ডাকাত দলের সদস্য। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে। দক্ষিণখান থানার এসআই নান্নু মিয়া বলেন, দক্ষিণখানের দক্ষিণ মোল্লারটেকের ২ নম্বর সড়কের একটি বাড়িতে ডাকাতি করে পালানোর সময় গত বৃহস্পতিবার দুপুরে পাঁচজনকে অস্ত্রসহ আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্য মতে দিয়াবাড়িতে অভিযান চালালে পুলিশের ওপর গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাত যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার লাশ মর্গে রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখান থানার মোল্লারটেক গ্রামের মোতালেব মিয়ার দ্বিতীয় তলার ফ্লাট বাড়িতে বাড়ি ভাড়ার কথা বলে ৮ থেকে ১০জনের অস্ত্রধারী একদল ডাকাত প্রবেশ করে ডাকাতি করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের গণপিটুনি দেয়ার পর পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎ্সা করায়। পরে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।