Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটেম দৃশ্যে উর্মিলা মাতন্দকর

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

এক সময় তিনি ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। অভিনয় আর নাচের জন্য অনেক প্রশংসা পেয়েছেন। কিন্তু গত এক দশকে উর্মিলা মাতন্দকরকে উল্লেখযোগ্য কোনও চরিত্রে আর দেখা যায়নি। অদূর ভবিষ্যতে যে দেখা যাবে তেমন কোনও তথ্য নেই। তবে অচিরেই তাকে একটি চলচ্চিত্রে আইটেম দৃশ্যে দেখা যাবে।
উল্লেখিত চলচ্চিত্রটি হল স্যাটায়ার-থ্রিলার ‘ব্ল্যাকমেইল’; পরিচালনা করেছেন অভিনয় দেও। আর, উর্মিলা যে আইটেম দৃশ্যে পারফর্ম করেছেন তার টাইটেল হল- ‘বেওয়াফা বিউটি’। পরিচালক জানিয়েছেন এই দৃশ্যটির জন্য তার প্রথম ও একমাত্র পছন্দ ছিলেন উর্মিলা এবং তাকে রাজি করাতেও বেশি বেগ পেতে হয়নি।
“তাকে রাজি করাতে খুব বেগ পেতে হয়নি। আমি শুধু বিষয়টি বর্ণনা করেছি, তিনি রাজি হয়ে গেলেন। আমি আশ্বস্ত হলাম। তিনি ছিলেন আমার প্রথম আর একমাত্র পছন্দ,” দেও বলেন।
দেও জানান তার পরিবারের সঙ্গে উর্মিলার এক বিশেষ বন্ধন আছে বলেই তাকে রাজি করান সহজ হয়েছে। তিনি জানান দৃশ্যটি একটি বার ডান্সের হলেও উর্মিলার অভিজাত উপস্থিতি তিনি বজায় রেখেছেন।
ইরফান খান, কৃতি কূলহারি এবং দিব্য দত্ত’র অভিনয়ে ‘বø্যাকমেইল’ ৬ এপ্রিল মুক্তি পাবে। ইরফানের বিরল রোগ শনাক্ত হবার কারণে তিনি প্রচারে অংশ নিতে পারছেন না বলে পরিচালক দুঃখ প্রকাশ করেন।
ছবিঃ উর্মিলা মাতন্দকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইটেম

১০ ফেব্রুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ