Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই সিনেমায় দুই দশকে দুই আইটেম গার্ল

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : নব্বই দশক থেকে শুরু করে দুই হাজার সালের পর পর্যন্ত দেশের চলচ্চিত্রে আইটেম গার্ল ও বিভিন্ন চরিত্রে অপরিহার্য শিল্পী ছিলেন নাসরিন। দর্শক হৃদয়ও মাতিয়েছেন তিনি। তারপর বিয়ে করে ঘর-সংসার নিয়ে ব্যস্ততার কারণে নাসরিন চলচ্চিত্র থেকে দূরে সরে যান। সন্তানের জননীও হন। সংসার গুছিয়ে এখন আবার চলচ্চিত্রে মনোনিবেশ করছেন তিনি। তিনি অভিনয় করছেন সারোয়ার হোসেনের নির্মাণাধীন সিনেমা খাস জমিতে। তবে এ সিনেমায় এ সময়ের আলোচিত আইটেম গার্ল বিপাশা কবিরও অভিনয় করছেন। ফলে দুই দশকের দুই আইটেম গার্লের একই সিনেমায় অভিনয় করাটা একটু চমকেরই বিষয়। দেখার বিষয় হচ্ছে পরিচালক তাদের কীভাবে উপস্থাপন করেন। পরিচালক সরোয়ার বলেন, সহকারী পরিচালক থাকা অবস্থায় নাসরিনের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছি। আমার সিনেমার গল্পের প্রয়োজনে নাসরিনকে চূড়ান্ত করেছি। বিপাশার মধ্যেও ভালো অভিনয় দক্ষতা দেখেছি। তাই তাকে নায়িকা হিসেবে নিয়েছি। নভেম্বরের ১ তারিখে গাজীপুরের হোতাপাড়ায় সিনেমাটির শুটিং শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একই সিনেমায় দুই দশকে দুই আইটেম গার্ল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ