Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রথমবারের মতো আইটেম গান গাইলেন ঐশী

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো চলচ্চিত্রের আইটেম গানে কণ্ঠ দিলেন সঙ্গীতশিল্পী ঐশী। সোহেল আরমানের নির্মাণাধীন ‘ভ্রমর’ সিনেমার একটি আইটেম গান গেয়েছেন তিনি। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘খেজুর গাছে কাঁটা’ শিরোনামের গানটির কথা লিখেছেন সোহেল আরমান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রীতম হাসান। ঐশী বলেন, অসম্ভব সুন্দর একটি গান। এ ধরনের গানে আগে কখনো কণ্ঠ দেয়নি। সোহেল ভাই খুব সুন্দর ও সহজ ভাষায় গানটি লিখেছেন। তার উপর প্রীতম ভাই গানটির চমৎকার সুরারোপ করেছেন। দুজনের সঙ্গেই আমার প্রথম কাজ। তবে মনেই হয়নি আমরা প্রথম কাজ করছি। এক কথায় অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে ভ্রমর-এর ৬০ ভাগ শুটিং শেষ হয়েছে। ঈদের পর এর বাকি শুটিং শেষ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথমবারের মতো আইটেম গান গাইলেন ঐশী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ