Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

চাটমোহরের গ্রামে ভাতিজার হাতুড়ীর আঘাতে চাচার মৃত্যু

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ৬:৩৩ পিএম

পাবনার চাটমোহরের প্রত্যন্ত এলাকা গুনাই গাছা গ্রামে পাষণ্ড ভাতিজার হাতুড়ীর আঘাতে চাচা নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১ টার দিকে এই ঘটনা । নিহত মকবুল হোসেন(৫২) ঐ গ্রামের মসলেম উদ্দিনের পুত্র। এ ঘটনায় পুলিশ নিহতের তিন ভাতিজাকে আটক করেছে।
পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানিয়েছেন, নিহত মকবুল হোসেনের সাথে তার ভাই আবুল হোসেনের দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ১১ টার দিকে আবুল হোসেনের সাথে মকবুল হোসেনের ঝগড়া শুরু হয়। এক পর্যায় আবুল হোসেনের পুত্র শহিদুল হাতুড়ী দিয়ে চাচা মকবুল হোসেনের মাথাই জোে আঘাত করলে তিনি গুরুতরভাবে আহত হন। মকবুল হোসেনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ নিহত মকবুল হোসেনের ভাই আবুল হোসেনের তিন পুত্র শহিদুল ইসলাম, আমিন উদ্দিন ও সোহেল রানাকে আটক করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।তবে পুলিশ একটি মৃত্যুজনিত জিডি করেছে। বাদীর নিকট থেকে এজাহার পাওয়া গেলে পুলিশ এই জিডিকে রেকর্ড হিসাবে নিয়ে স্বউদ্যোগে হত্যা মামলা রুজু করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাটমোহর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ