Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের একাধিক বিদ্রোহী মাঠে টেনশনে দলীয় প্রার্থীরা চাটমোহরের ৬ ইউনিয়ন

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে

আগামী ৪ জুন পাবনার চাটমোাহর উপজেলার বাকি ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বাধা আওয়ামী লীগ হয়ে লড়ছে আর বিএনপিতে ক্লিন ইমেজে কাজ চলছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৬টি ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেননি তবে বিএনপির ২ জন মনোনয়ন প্রত্যাহর করে নিয়েছেন। বিদ্রোহী প্রার্থীদের ভারে ক্ষতাসীন আওয়ামী লীগ। টেনশনে দল মনোনীত প্রর্থীরা। তাদের নিজেদের বাধা নিজেরাই হয়ে দাঁড়িয়েছেন। দলটি থেকে ৬ জনকে নৌকা প্রতীকে নির্বাচনের মনোনয়ন দিলেও প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কেউ তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। দলীয় হাইকমান্ড থেকে বিলচলন ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ আবুল কালাম আজাদ, হরিপুর ইউনিয়নে মোঃ মকবুল হোসেন, গুনাাইগাছা ইউনিয়নে মোঃ নুরুল ইসলাম, ছাইকোলা ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম, হান্ডিয়াল ইউনিয়নে মোঃ রবিউল করিম মাস্টারকে মসোসয়ন দেয়া হয়। কিন্তু মনোনয়ন প্রত্যাশীরাও তাদের মনোনয়ন প্রত্যাহার না করে নির্বাচনের জন্য নির্বাচনী মাঠে লড়ছেন এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- উপজেলার বিলচলন ইউনিয়নে মোঃ সাইদুল ইসলাম, আকতার হোসেন, হরিপুর ইউনিয়নে মোঃ আবুল কাশেম, গুনাাইগাছা ইউনিয়নে মোঃ রজব আলী বাবলু, ছাইকোলা ইউনিয়নে মোঃ বোরহান উদ্দিন সরকার এবং হান্ডিয়াল ইউনিয়নে মোঃ জাকির হোসেন ও মোঃ গোলবার হোসেন। ইউনিয়নগুলিতে একাধিক বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। একাধিক আ.লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন বিলচলন ইউনিয়নে মোঃ সাইদুল ইসলাম, আকতার হোসেন ও হান্ডিয়াল ইউনিয়নে মোঃ জাকির হোসেন এবং মোঃ গোলবার হোসেন, ছাইকোলা ইউনিয়নে মোঃ বোরহান উদ্দিন সরকার ও মোঃ জহুরুল ইসলাম। এদিকে বিএনপিতেও ২টি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঐ ২ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন হরিপুর ইউনিয়নে বাবুলুর রহমান এবং হান্ডিয়াল ইউনিয়নে আবু হানিফ। চাটমোহরের ৬ ইউনিয়নে বিএনপির আর কোন বাধা রইল না। তারা ক্লিন ইমেজে নির্বাচনী বৈতরণী পারের জন্য একাত্ববোধ হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগের একাধিক বিদ্রোহী মাঠে টেনশনে দলীয় প্রার্থীরা চাটমোহরের ৬ ইউনিয়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ