রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার চাটমোহরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিদিনই স্থান ভেদে ২/৩ ফুট করে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে। বন্ধ হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঊঠে সেখানে ক্লাস করার মত কোন অবস্থা নেই। অনেক স্কুলে অস্থায়ীভাবে বাঁশের সাঁকো তৈরি করে দেয়ায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা পারাপার হচ্ছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছাইকোলা, নিমাইচড়া, হান্ডিয়াল ও বিলচলন ইউনিয়নের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে নিমজ্জিত। এ পর্যন্ত ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হান্ডিয়াল ও ছাইকোলা কলেজ, চরনবীন হামিদা মমতাজ টেকনিক্যাল কলেজ, কাটেঙ্গা হাই স্কুল, ছাইকোলা হাই স্কুলসহ আরো ১০টি মোট ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। সামনে প্রাথমিক বিদ্যালয়ের ২য় সাময়িক পরীক্ষা, তাই স্কুলগুলো বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। এছাড়া পিএসসি ও জেএসসি পরীক্ষাও রয়েছে। শিক্ষকরা জানান, তারা নিরুপায় হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছেন। চাটমোহর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, স্কুলগুলোতে পানি ঢুকে পড়ায় সেখানে লেখাপড়া করারমত পরিস্থিতি নেই। তবে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের বিকল্পভাবে ক্লাস চালানো হবে। বন্ধ ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।