Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে হাত বাড়ালেই মিলছে মাদক

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার চাটমোহরে হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ নানান ধরনের মরণনেশা মাদকদ্রব্য। যে কোন সময়ের চেয়ে বর্তমানে ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে গড়ে তুলছে মাদকের মজুদ। চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে হাত বাড়ালেই মরণ নেশা ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, মদসহ নানান ধরনের মরণনেশা মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে। ইয়াবা নামক মরণ নেশাই বেশি বিক্রি হচ্ছে বলে বিভিন্ন গোপন সূত্রে পাওয়া যায়। এই সব মাদকদ্রব্য বেচা কেনার সাথে এক শ্রেণির প্রভাবশালীরা জড়িত রয়েছে বলে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে অভিভাবকগণের অভিমত। জানা যায় চাটমোহর উপজেলার প্রায় অর্ধশত পয়েন্টে এই ভয়াল মাদকদ্রব্য বিকিকিনি হচ্ছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে চাটমোহর রেলবাজারস্থ কুবিরদিয়ার ও রতনপুর নামক গ্রামে। গ্রামটি যেন মাদক বিক্রিয় ওপেন সিক্রেট। হয়তবা কোন অদৃশ্য শক্তির থেকে লীজ নিয়ে অবাধে এই মরণ নেশাগুলি বিক্রি করা হচ্ছে। কুবিরদিয়ার, রতনপুর, চাটমোহর রেলস্টেশন, মথুরাপুর, আটলংকা, বাসস্ট্যান্ড, মহেলা হাট, হান্ডিয়াল, কাটাখালী, কামালপুর, মিশনগেট, ফৈলজানা, হিরিন্দাবাজার, পবাখালী, ছাইকোলাসহ বিভিন্ন পয়েন্টে ঈদকে সামনে রেখে অবাধে এই মরণ নেশা বিক্রি করা হচ্ছে। ভিক্ষুক ও পাগল রূপ ধারণ করে যথা স্থানে পৌঁছে দেয়া হচ্ছে নানান ধরনের মরণ নেশা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাটমোহরে হাত বাড়ালেই মিলছে মাদক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ