বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৈনিক ইত্তেফাকের প্রাক্তন উত্তরাঞ্চলীয় ভ্রাম্যমান প্রতিনিধি মরহুম আমান উল্লাহ খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বৃহস্পতিবার নওদাপাড়া বগুড়ায় মম ইন এর কনফারেন্স হলে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডা: মকবুল হোসেন, সমাজ সেবক ডা: হেদায়েতুল ইসলাম, সাবেক এমপি কামরুন নাহার পুতুল, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, মরহুম আমানুল্লাহ খানের ছোট ভাই সাংবাদিক আকরাম হোসেন, সাংবাদিক মুরশীদ আলম, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম-সম্পাদক টি জামান নিকেতা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, বাংলা ভিশন বগুড়া ব্যুরো চীফ আব্দুর রহিম বগরা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, ইত্তেফাক বগুড়া ব্যুরো প্রধান আমিনুল ইসলাম হীরু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস পরামর্শক (উন্নয়ন) ফারুক ফয়সাল। স্মরণ সভায় বক্তরা বলেন, আমানুল্লাহ খান প্রচার বিমূখ সৎ, নির্ভিক ও নির্লোভ মানুষ ছিলেন। তিনি বঙ্গবন্ধুর একান্ত সহচর, দেশ প্রেমিক, আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। ক্ষমতার কাছাকাছি থেকেও কখন তিনি লোভ লালসার কাছে নতি স্বীকার করেননি। উল্লেখ্য সাংবাদিক আমান উল্লাহ খান গত ১৫ই মার্চ ২০১৮ তারিখে ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদ পত্র দৈনিক বাংলাদেশের সম্পাদক ছিলেন। উন্নয়ন সংগঠন টিএমএসএস ও দৈনিক ইত্তেফাক এই স্মরণ সভার আয়োজন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।