Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িয়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ফুলবাড়িয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবর সকালে উপজেলার কাহালগাঁও বাজারের পূর্বপাশের সাগরদীঘি-ভালুকা সড়কের পাশ থেকে গুলিবৃদ্ধ লাশ উদ্ধার করেছে। নিহতের নাম আব্দুল মালেক (৪০) । সে ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী গুপ্তবৃন্দাবন গ্রামের মৃত মেছের আলীর পুত্র। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার নবগঠিত সাগরদীঘি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার। গুপ্তবৃন্দাবন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বৃহস্পতিবার রাত ৩টার দিকে চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতিকের পক্ষে গোপনে ভোট কাটার বিষয়টি এলাকাবাসী টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে জড়ো হয়। পুলিশের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ ক্ষিপ্ত জনতার উপর গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই আঃ মালেক নামে বাজারের এক ব্যবসায়ী মারা যায়। পুলিশের গুলিতে আরও ৪-৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। ফুলবাড়িয়া থানার ওসি তদন্ত আবুল খায়ের জানান, নিহত গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশের কাছে লাশ হস্তান্তব করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলিবিদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ