Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফের মৌলবীবাজারে নালা বন্ধ করার অভিযোগ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

টেকনাফের হ্নীলা মৌলবী বাজার এলাকায় জনৈক প্রভাবশালী কর্তৃক পানি চলাচলের নালা বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। এলাকার জনসাধারণ এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসক পর্যন্ত দৌড়ালেও কোন সুরাহা হচ্ছেনা বলে জানা গেছে। জেলা প্রশাসক বারাবর আবেদন সূত্রে জানা গেছে, এলাকার সওদী প্রবাসী জনৈক বাদশা মিয়া মৌলবী বাজার স্টেশনের পূর্বপাশের দীর্ঘদিনের পানি চলাচলের নালাটির উপর মাটি ভরাট করে দোকান ঘর নির্মাণ শুরু করে। এতে করে আগামী বর্ষা মৌসুমে এলাকার ১৫ শত জনসাধারণের ৩ শত ঘর বাড়িতে পানিবদ্ধতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে খবর নিয়ে জানা গেছে, মুসলিম পাড়া থেকে নাফনদী পযর্ন্ত তিন কি:মি: পর্যন্ত এই নালাটির প্রবাহ গতিময় রয়েছে। সরকারী এই নালাটি ভরাট করে এর প্রবাহ বন্ধ করে দিলে এলাকার তিন শত পরিবারের দেড় হাজার লোকজনের দূর্ভোগ হতে পারে। এনিয়ে এলাকার ২৪ জন নাগরিক স্বাক্ষরিত একটি আবেদন স্থানীয় জন প্রতিনিধি ফরিদ মেম্বার এর নিকট করা হলেও তারা এর কোন প্রতিকার পায়নি। পরে জেলা প্রশাসক বরাবর প্রতিকার চেয়ে আবেদন করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সরাহা হয়েছে বলে জানা যায় নি। বিষয়য়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ওয়ার্ল্ড কমিশন অব হিউমেন রাইটস এর প্রতিনিধি মুহাম্মদ আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ