Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় ১০ লাখ টাকার মৎস্য শিকারের অভিযোগ

ভুয়া মৎস্য সমিতির নামে পানি উন্নয়ন বোর্ডের জলাশয় দখল

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভুয়া মৎস্য সমিতির নামে পানি উন্নয়ন বোর্ডের জলাশয় দখল করে ১০ লক্ষ টাকার মৎস্য শিকার করে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ভুয়ারপাড়া গ্রামের সিরাজ সিকদার বলেন- ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ১.১২ শতাংশ অব্যবহৃত জলাশয় বাংলাদেশ পানি উনড়বয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী গোপালগঞ্জ এর কার্যালয় থেকে আমাকে ইজারা গ্রহন করে সেখানে আমি প্রায় ১০ লক্ষ টাকা মৎস্য চাষ করি। পরবর্তীতে ভুয়ার পাড়া গ্রামের মৃত আঃ করিম শেখের ছেলে শেখ আঃ মান্নান ভুয়ারপাড়া সুফলভোগী মৎস্য সমবায় সমিতির নামে একটি ভুয়া সমিতি তৈরি করে আমার ইজারাকৃত জলাশয় দখল করা চেষ্টা করলে ২১/০২/১৮ইং তারিখে কোটালীপাড়া থানায় একটি সাধারন ডাইরী করি। এরপর শেখ আঃ মান্নান তার দলবল নিয়ে গত বুধবার প্রায় ১০ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ