Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আমতলীতে মেয়াদোত্তীর্ণ ভেকসিন প্রয়োগে ১৫শ মুরগির মৃত্যু

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আমতলীতে মেয়াদ উত্তীর্ণ ভেকসিন প্রয়োগে ১৫শ মুরগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চারঘাট নামক স্থানে জাকির হাওলাদারের পোল্ট্রি ফার্মে।
গত ১৫ দিনের মধ্যে আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামের চারঘাট নামক স্থানে জাকির হাওলাদারের পোল্ট্রি ফার্মে মেয়াদ উত্তীর্ণ ভেকসিন প্রয়োগ করায় ১৫শ মুরগীর মৃত্যু ঘটেছে এবং এরা ১শ মুরগীর মৃত্যু ঘটার আশংকা রয়েছে। জাকির হাওলাদার দীর্ঘ ৬ বছর ধরে পোল্ট্রি ফার্মের ব্যবসা করে আসছিল। পটুয়াখালীর হেতালিয়া বাধঘাটস্থ আঃ রাজ্জাক মৃধার মেসার্স রিফাত পোল্ট্রি সেবা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা রয়েছে। বিগত ১৬ ফেব্রæয়ারী উক্ত প্রতিষ্ঠান থেকে ৩৭৬৫ নং মেমোতে ৬শ সোনালী মুরগীর বাচ্চা এবং ০১ মার্চ ৩৮২৯নং মেমোতে ১ হাজার ব্রয়লার মুরগীর বাচ্চা খরিদ করেন। এই ১৬শ বাচ্চার জন্য ৮ মার্চ ৩৮৭১নং মেমোতে গামবোরে নামক ভেকসিন খরিদ করে। ১৪ মার্চ তা ১৬শ বাচ্চার শরীরে প্রয়োগ করে। ভেকসিন প্রয়োগের পর থেকে বাচ্চাগুলো খানা-পানি ছেড়ে ঝিমুতে ঝিমুতে মরতে থাকে। জাকির হাওলাদার পোল্ট্রি সেবার মালিক আঃ রাজ্জাক মৃধার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি এসে দেখে বলেন যে, বেচার ব্যবস্থা করছি আর আপনিও দেখেন বলে চলে আশ্বাস দিলেও তিনি কোন প্রতিকারে পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় ভেটেরিনারি এসআর’দের সাথে যোগাযোগ করলে তারা ভেকসিন টি ডেট-ওভার বলে জানান, এবং তারা বিভিনড়ব ভাবে প্রতিকারের প্রচেষ্টা গ্রহন করেন কিন্তু হাজার হাজার টাকা ব্যয় করেও মুরগীর বাচ্চাগুলো বাঁচানো সম্ভব হয়নি। এর ফলে জাকির হাওলাদারের প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতির সম্মুখিন হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়াদোত্তীর্ণ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ