Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

টেকনাফে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ৭ ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল হাসান এ অভিযান পরিচালনা করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্টেট রবিউল হাসান জানান, গত ৭ জুলাই থেকে টেকনাফ সদর হাসপাতালের সামনে ও বাস স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে বিসমিল্লাহ ফার্মেসিকে ১৫ হাজার টাকা, হক মেডিকেল ফার্মেসিকে ১০ হাজার টাকা ও আলিফ মেডিকোকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষুধ যেখানে পাওয়া যাবে সেখানেই জরিমানা করা হবে। পাশাপাশি লাইসেন্স বিহীন ঔষুধের দোকানের বিরুদ্ধে ও অভিযান পরিচালনা করা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ