Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষকদের লাঞ্ছিত ও ব্যাংক একাউন্ট বন্ধ করার অভিযোগ

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি

লক্ষীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

শিক্ষকদের লাঞ্ছিত ও ব্যাংক একাউন্ট বন্ধ করার অভিযোগে লক্ষীপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলীকে অপসারণ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে মাদরাসার (এতিমখানা) শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল সকালে জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদরাসার ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থী ও শিক্ষকরা। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষ করে সমাবেশে মিলিত হয়।

মাদরাসার পরিচালক মুফতী আবু বক্কর সিদ্দিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শিক্ষক নিজাম উদ্দিনকে বিভিন্ন অপরাধের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করে মাদরাসা পরিচালনা কমিটি।
এ নিয়ে ওই বরখাস্তকৃত শিক্ষক বিভিন্ন দপ্তরে নামে- বেনামে মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এ ঘটনার জের ধরে সম্প্রতি মাদরাসার পরিচালক ও শিক্ষকদের নিজ কার্যালয়ে ডেকে নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী। কথাকাটাকাটির এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের লাঞ্ছিত করে।
পরে মাদরাসার ব্যাংক একাউন্ট বন্ধ করে দেন তিনি। এতে করে টাকা উত্তোলন করতে না পারায় দীর্ঘ ৪০ দিন খাওয়া-দাওয়া চরম ভোগান্তির শিকার হতে হয়ে শিক্ষার্থীদের। ওই বরখাস্তকৃত শিক্ষক নিজাম উদ্দিনের কাছ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোটা অংকের ঘুষ নিয়ে পুনরায় চাকরি পূর্নবহাল করার পায়তারা করার অভিযোগ করেন তারা। অনতিবিলম্বে দাবি-দাবা মেনে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণ ও ব্যাংক একাউন্ট খুলে দেয়া ও বরখাস্তকৃত শিক্ষক নিজাম উদ্দিনকে পুর্নবহাল না করার আহবান জানান মাদরাসার শিক্ষার্থীরা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুশিয়ারীও দেন তারা।
এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী শিক্ষকদের লাঞ্ছিত করার কথা অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে উক্ত মাদরাসা নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মাদরাসার একাউন্ট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। মাদরাসা কর্তৃপক্ষ চাইলে একাউন্ট খুলে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ