Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্দ্বীপে ইউপি নির্বাচন স্থগিত

সন্দ্বীপ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন এর আদেশ মোতাবেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে। সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর ছিদ্দিক ২৮/০৩/২০১৮ ইং তারিখ এক পত্র মোতাবেক বিষয়টি জানা গেছে। 

উল্লেখ্য, ২৯ মার্চ ২০১৮ ইং ছিল কালাপানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ। নির্বাচন কমিশন দেশের অন্যান্য এলাকার মতো স›দ্বীপের কালাপানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশীল ঘোষণা করেন। সে মোতাবেক ১ মার্চ ছিল মনোনয়ন পত্র জমাদান কারীদের শেষ সময়। সেই অনুযায়ী সন্দ্বীপ উপজেলায় একমাত্র কালাপানিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার আলীমুর রাজী টিটু বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছিলেন। এ পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত মাত্র ২ জন প্রতিদ্বন্ধি, চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন পত্র জমাদেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

১৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ