Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া লাইবেরিয়ানদের প্রতি ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হাজার হাজার লাইবেরীয় অভিবাসীর সুরক্ষা অধিকার বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগামী এক বছরের মধ্যে তাদেরকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনিক নির্দেশে আড়াই লাখ সালভাদর, হাইতিয়ান ও নিকারাগুয়ান নাগরিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হয়েছে। ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকায় গৃহযুদ্ধ চলাকালে বেশ কিছু লাইবেরিয়ান নাগরিক দেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র তাদেরকে অস্থায়ী সুরক্ষিত অবস্থা প্রদান করে দেশটিতে তাদের নিরাপদে থাকার অনুমতি দিয়েছিল। ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্লিনটন ১০ হাজার লাইবেরিয়ান নাগরিককে ডিইডি স্ট্যাটাস দিয়ে নতুন জীবন দিয়েছিলেন। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামাও তাদেরকে পুনরায় ডিইডি স্ট্যাটাস দিয়েছিল। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এই স্ট্যাটাস প্রত্যাহার করে লাইবেরিয়ানদের দেশে ফেরত যাবার নির্দেশ জারি করেছেন।
সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ