বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে। বুধবার (২৮ মার্চ) দুপুরে কলেজ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী রাজ, তাজ, শাকিল ও শাহারুল ইসলাম। তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল জানান, কলেজে নবীন বরণ অনুষ্ঠান চলছিল। এ সময় যুবলীগের কিছু কর্মী এসে কলেজে টাঙানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসমাউল হুসাইন বলেন, কলেজে নবীন বরণ অনুষ্ঠান চলাকালে কলেজ ছাত্রলীগের সভাপতির সমর্থকরা এসে প্রধানমন্ত্রী ও আমার ছবি ছিঁড়ে ফেলে উল্লাস করতে থাকে। বাঁধা দিলে সভাপতির সমর্থকরা আমার কর্মীদের উপর হামলা করে। এতে চারজন আহত হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কলেজে ফরম ফিল আপ ও এনজিওদের অনুষ্ঠান এক সঙ্গে চলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।