নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে নিজেদের যোগ্যতা প্রমাণ করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাওসের বিপক্ষে ৮২ মিনিট পর্যন্ত দু’গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়লো লাল-সবুজরা। গতকাল লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে স্বাগতিকদের বিপক্ষে। ম্যাচে শুরু থেকেই জ্বলে উঠে লাওস। নিজেদের মাঠে চেনা পরিবেশ ও সমর্থকদের সামনে তারা ম্যাচের প্রথমার্ধেই দু’গোল হজম করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়। নিশ্চিত পরাজয়-এমনটাই ধরে নিয়েছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা। কিন্তু ফুটবলে যে শেষ কথা বলে কিছু নেই, সেটাই প্রমাণ করলেন লাল-সবুজের ফুটবলাররা। আট মিনিটের মধ্যে দু’গোল শোধ দিয়ে তারা জানিয়ে দিলেন ফুটবলে বাংলাদেশকে সমীহ করতেই হবে। দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচে নেমে শুরুতে কিছুটা খাপ ছাড়া ফুটবল খেলেন মামুনুলরা। যে সুযোগ কাজে লাগিয়ে লাওস একের পর এক আক্রমণ করে বাংলাদেশ রক্ষণভাগকে কোনঠাসা করে ফেলে।
বাংলাদেশের ডিফেন্ডার একের পর এক মারাত্মক ভুলের কারণে ম্যাচের ৪৫ মিনিটের মধ্যে দু’গোল আদায় করে নেয় স্বাগতিক দল। ৩০ মিনিটে লাওস প্রথম গোল করে। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) পেনাল্টি থেকে দ্বিতীয় গোল আদায় করে তারা নিশ্চিত জয় উদযাপনের প্রস্তুতি নেয়। কিন্তু বিধি বাম। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। রক্ষণভাগ সজাগ হলে বাংলাদেশের আক্রমণভাগ নিজেদের সেরাটা ঢেলে দেয় মাঠে। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললে অবশেষে ম্যাচের ৮২ মিনিটে প্রথম গোল শোধ দেয় লাল-সবুজরা। এসময় ফরোয়ার্ড জাফর ইকবাল গোল করে ব্যবধান কমান (১-২)। এক গোল শোধ দিয়ে উজ্জীবিত হয়ে সমতায় ফেরতে মরিয়া হয়ে লড়ে বাংলাদেশ। সফলও হয় তারা। ম্যাচের যোগকরা সময়ে (৯০+২ মিনিট) আবু সুফিয়ান সুফিলের গোলে সমতা ফেরে লাল সবুজ জার্সিধারিরা (২-২)। খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ ডাগআউট। ২০১৬ সালের ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে হারের পর এটিই বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে লাওসের বিপক্ষে এর আগে একবার খেলেছে বাংলাদেশ। তাও আবার ১৫ বছর আগে। ২০০৩ সালের ২৭ মার্চ হংকংয়ে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের সেই ম্যাচ লাওস ২-১ গোলে জয় পায়। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে লাওস। বাংলাদেশ ১৯৭ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ১৮৩। তাই বলে তাদের ছেড়ে কথা বলেনি অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।