Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তুর্কি বাহিনীকে মানবিজ দখলের আমন্ত্রণ জানাচ্ছে স্থানীয়রা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৮, ৮:১৮ পিএম

সিরিয়ার আফরিন শহরের নিয়ন্ত্রণ নেবার পর এবার আরও কয়েকটি এলাকা দখলের দাবি জানিয়েছে স্থানীয় নাগরিকরা। গ্রাম দখল করতে গেলে তুর্কি আর্মড ফোর্স (টিএএফ) ও ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) কে ফুল দিয়ে বরণ করে নেয়া হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতা আব্দুল করিম আল ফাহেল।
খবরে বলা হয়েছে, তুর্কি বাহিনী অপারেশন অলিভ ব্রাঞ্চের মাধ্যমে সিরিয়ার আফরিন এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিলেও এখনো শত শত এলাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এর দখলে রয়েছে। ওইসব এলাকার শত শত মানুষ তাদের গ্রাম দখল করার জন্য তুর্কি বাহিনীকে অনুরোধ জানাচ্ছে। তারা পিকেকে গেরিলাদের হাত থেকে তাদের রক্ষার জন্য অনুরোধ করছে।
মানজিব শহরের গুরুত্বপূর্ণ একটি গোষ্ঠীর প্রধান আব্দুল করিম আল ফাহেল তুর্কি বাহিনীর প্রতি এক চিঠিতে জানান, ওই এলাকার মানুষ তুর্কি বাহিনীর আগমনের জন্য অপেক্ষা করছে। তারা তুর্কি বাহিনীকে ফুল দিয়ে বরণ করে নেবে। শনিবার স্থানীয় এ নেতা তুর্কি বাহিনীকে বার্তা পাঠান। তিনি পিকেকে ও পিওয়াইডি গেরিলাদের উদ্দেশ্যেও একটি চিঠি লেখেন। সেখানে তিনি গেরিলাদের অবিলম্বে মানবিজ ছাড়তে বলেন।
আল ফাহেল বলেন, মানবিজের মানুষ তুর্কি বাহিনীর আগমন এবং এই এলাকার নিয়ন্ত্রণ গ্রহণের জন্য অপেক্ষা করছে। আফরিনের জনগণকে যেভাবে কুর্দি গেরিলাদের থেকে রক্ষা করা হয়েছে সেভাবে মানবিজের জনগণকেও রক্ষার অনুরোধ জানান তিনি। সূত্র : ইয়ানি সাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ