Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মানবিজ ও রাক্কায় অভিযান চালাবে তুর্কি বাহিনী

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ায় অবস্থান করা তার দেশের সেনাবাহিনী শিগগিরই সম্প্রতি আইএসের কবল থেকে মুক্ত দুটি সিরিয়ান শহর মানবিজ এবং রাক্কায় অভিযান চালাবে। দুটি শহরই বর্তমানে কুর্দি যোদ্ধাদের দখলে রয়েছে। গত প্রায় দুই মাস ধরে দামেস্কের ইচ্ছার বিপরীতে সিরিয়ার ভেতরে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। উগ্র  জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করছে আঙ্কারা। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, সিরিয়ার কুর্দি জনগোষ্ঠী হচ্ছে তুরস্কের প্রধান লক্ষ্যবস্তু। একই সাথে দেশটির বিমানবাহিনীও অভিযানে অংশ নিচ্ছে।
প্রেসিডেন্ট এরদোগান গতকাল আংকারায় একটি টিভিতে লাইভ অনুষ্ঠানে বলেন, তিনি তার পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিফোনে অভিহিত করেছেন। তবে মানবিজ ও রাক্কায় অভিযানের আগে পার্শ্ববর্তী আল বাব শহরের নিয়ন্ত্রণ নেবে তুর্কি বাহিনী। তুর্কি-সিরিয়া সীমান্ত থেকে ১০ কিলোমিটার দক্ষিণে এবং মানবিজ শহরের কাছে অবস্থিত দাবিক শহরটি থেকে গত সপ্তাহে আইএসকে বিতাড়িত করে ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উৎখাতের লক্ষ্যে এফএসএ-কে প্রকাশ্যে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তুরস্ক। তুরস্ক বলছে, যতক্ষণ তুর্কি-সিরিয়া সীমান্ত নিরাপদ না হচ্ছে এবং তুর্কি জনগণের ওপর সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকে যাচ্ছে ততক্ষণ ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ অব্যাহত থাকবে। সূত্র: মেমো।









 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানবিজ ও রাক্কায় অভিযান চালাবে তুর্কি বাহিনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ