পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
অর্থনৈতিক রিপোর্টার : বিদায়ী সপ্তাহে (১৮-২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩১ কোটি টাকা শেয়ার লেনদেনের মাধ্যমে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ব্যাংক খাত। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বিদায়ি সপ্তাহে ডিএসইর শেয়ারবাজার ব্যাংক খাতের লেনদেন হয়েছে ২৩১ দশমিক ৩৫ কোটি টাকার শেয়ার। আর গড়ে লেনদেন হয়েছে ৪৬ দশমিক ২৭ কোটি টাকার শেয়ার। সপ্তাহজুড়ে ১৯৬ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাত। ওই সময় গড়ে লেনদেন হয়েছে ৩৯ দশমিক ২০ কোটি টাকার শেয়ার।
১৮৩ দশমিক ১৫ কোটি টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে প্রকৌশল খাত। গড়ে লেনদেন হয়েছে ৩৬ দশমিক ৬৩ কোটি টাকার শেয়ার। ১৭০ দশমিক ৯০ কোটি টাকা শেয়ার লেনদেনে চতুর্থ স্থানে উঠে এসেছে বস্ত্র খাত। গড়ে লেনদেন হয়েছে ৩৪ দশমিক ১৮ কোটি টাকার শেয়ার। ৮৭ দশমিক ২৫ কোটি টাকা শেয়ার লেনদেনে পঞ্চম স্থানে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। গড়ে লেনদেন হয়েছে ১৭ দশমিক ৪৫ কোটি টাকার শেয়ার। ৮৪ দশমিক ২৫ কোটি টাকা শেয়ার লেনদেনে ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত । গড়ে লেনদেন হয়েছে ১৬.৮৫ কোটি টাকার শেয়ার। ১৫ দশমিক ২৫ কোটি টাকা শেয়ার লেনদেনে ৭র্ম স্থানে উঠে এসেছে আর্থিক খাত। গড়ে লেনদেন হয়েছে ১৫ দশমিক ২৫ কোটি টাকার শেয়ার। ৬৮ দশমিক ৬৫ কোটি টাকা শেয়ার লেনদেনে অষ্টম স্থানে উঠে এসেছে মিউচ্যুয়াল ফান্ড খাত। গড়ে লেনদেন হয়েছে ১৩ দশমিক ৭৩ কোটি টাকার শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৫১ দশমিক ০৫ লাখ টাকা, বিবিধ খাতে ৪৭ দশমিক ০৫ কোটি টাকা, সিরামিক খাতে ৪২ দশমিক ১৫ কোটি টাকা, টেলিকমিনিউকেশন খাতে ৩০ দশমিক ৫০ কোটি টাকা চামড়া খাতে ৩০ দশমিক ১০ কোটি টাকা, সিমেন্ট খাতে ২৪ দশমিক ৭০ কোটি টাকা, ভ্রমন খাতে ২২ দশমিক ৮০ কোটি টাকা, জীবন বীমা খাতে ১২ দশমিক ৬৫ কোটি টাকা, সাধারন বীমা খাতে ১২ দশমিক ৫৫ কোটি টাকা, সেবা-আবাসন খাতে ১২ দশমিক ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।